সভাপতি হয়েই তিনজনকে মেরে ক্ষোভ মেটালেন আ.লীগ নেতা

রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে দলের এক নেতা ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে পারিলা বাজারে এ ঘটনা ঘটে। বাবা-ছেলেকে রক্ষায় এগিয়ে এসে ছাত্রলীগের এক নেতাও হামলার শিকার হন। ওই হামলায় আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আহত ব্যক্তিরা হলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ গালিব, তাঁর বাবা হেলাল উদ্দিন এবং পবা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জহুরুল ইসলাম। হেলাল উদ্দিন আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তিনি পারিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালন করেন। টানা ১৩ বছর সভাপতি ছিলেন তিনি। আর আসাদুল্লাহ গালিব রাজশাহী থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণের সম্পাদক হিসেবে কাজ করেন।

হামলার ব্যাপারে জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। আইনি ব্যবস্থা নেবেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনার মাত্র তিন দিন আগেই সোহরাব আলী মণ্ডল পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। আগের মেয়াদেও তিনি সভাপতি ছিলেন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে সমর্থনকারী এ নেতা যাতে পুনরায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি না হতে পারেন, সে জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পত্রপত্রিকায় তাঁর বিরুদ্ধে সংবাদও প্রকাশিত হয়। এই ক্ষোভে বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ গালিব ও তাঁর বাবা হেলাল উদ্দিনের ওপর দলবল নিয়ে হামলা চালান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *