ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

চার দিন পর ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের (শিক্ষানবিশ) কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেনকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি ডেকেছিল তারা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে পুলিশ প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকেরা।  

৮ আগস্ট রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মারধরের শিকার হন সাজ্জাদ হোসেন। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজন যুবক তাঁর পরিচয় জানতে চান। তাঁদের প্রায় সবার গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো-সংবলিত টি-শার্ট ছিল। ইন্টার্ন চিকিৎসকের পরিচয় দেওয়ার পরও তাঁরা মারধর করেন। ঘটনার পরদিন ইন্টার্ন চিকিৎসক পরিষদ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছিল তাদের কর্মবিরতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *