রিয়েলমি জিটি মাস্টার এডিশন

রিয়েলমি জিটি মাস্টার এডিশন: অসাধারণ ডিজাইনের স্মার্টফোন কিং

গত কয়েক বছরে তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। স্মার্টফোন শুধু একটি ডিভাইসই নয়, এটি এখন তরুণদের লাইফস্টাইল ও ব্যক্তিত্বকে তুলে ধরছে। ফলে বর্তমান সময়ে ব্যবহারকারীরা স্মার্টফোন পছন্দ করার ক্ষেত্রে প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি ডিভাইসটি তাঁদের লাইফস্টাইলের সঙ্গে মানানসই কি না, সে বিষয়টিও বিবেচনায় রাখেন। তরুণ প্রজন্মের স্টাইল ও চাহিদাকে বিবেচনায় নিয়ে রিয়েলমি বাজারে এনেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন। অসাধারণ ডিজাইনের পাশাপাশি এ স্মার্টফোনে রয়েছে আরও অনেক চমৎকার সব অত্যাধুনিক ফিচার

স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রথম থ্রি-ডি লেদার ব্যাক

রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি ডিজাইন করেছেন জাপানি শিল্প ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের অস্কারখ্যাত আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে রিয়েলমির এই স্মার্টফোনটি। স্যুটকেস ও ভ্রমণ থেকে অনুপ্রাণিত হয়ে ফুকাসাওয়া চমৎকার ‘ট্রাভেল স্যুটকেস’–এর আদলে এ স্মার্টফোনটি ডিজাইন করেছেন। স্মার্টফোনে ব্যবহৃত দৃষ্টিনন্দন ধূসর রং ব্যবহারকারীদের মনোমুগ্ধকর অনুভূতি দেবে এবং মনে করিয়ে দিবে ভ্রমণের প্রশান্তি।

ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে এ স্মার্টফোনে পরিবেশবান্ধব ভেগান লেদার ও স্প্লিট ভেগান লেদার প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনের পেছন ০.৩ মিলি মিটার উচ্চতা ও ১৮.৮ মিলি মিটার জায়গাজুড়ে স্যুটকেসের ডিজাইনটি ফুটিয়ে তোলা হয়েছে। ডিজাইনটি ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ সম্পর্কে টেক স্পার্টের প্রতিবেদনে বলা হয় যে, ‘স্মার্টফোনটির ডিজাইন অত্যন্ত নান্দনিক এবং এটি ধরতেও বেশ আরামদায়ক।’

ব্যতিক্রমধর্মী এ ডিজাইনের ফলে স্মার্টফোনটির ব্যবহার ক্রেতাদের অনবদ্য অভিজ্ঞতাই দেবে। এমন দর্শনীয় ডিজাইন ব্যবহারকারীদের স্টাইলকে দেবে ভিন্ন মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *