মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে শিক্ষা বোর্ডের চিঠি

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে শিক্ষা বোর্ডের চিঠি

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের বর্তমান অধ্যক্ষ  মো. ফরহাদ হোসেনের নিয়োগ বিধিসম্মত না হওয়ায় প্রতিষ্ঠানটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তে প্রমাণিত হয়েছিল, ফরহাদ হোসেনের নিয়োগটি বিধিসম্মত হয়নি।

কয়েক দিন আগেই মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ নিয়ে করা ঢাকা বোর্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তার আলোকে গতকাল বুধবার মাউশির কাছে চিঠি পাঠায় ঢাকা বোর্ড।

মাউশির কাছে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হওয়ার পর সেখানে নতুন পরিচালনা কমিটি গঠন করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড মাউশির কাছে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়, গত বছরের ২৩ মে থেকে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে পরিচালনা কমিটি নেই। কাকে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) প্রধান করে অস্থায়ী (অ্যাডহক) কমিটি গঠন নিয়ে আলোচনা আছে। অবশ্য কমিটির বিষয়টি চূড়ান্ত হবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের পর।

ঢাকা শিক্ষা বোর্ডের চিঠির বিষয়ে করণীয় জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রথম আলোকে বলেন, এখন এমপিও (বেতন–ভাতার সরকারি অংশ পাওয়া) তালিকা অনুযায়ী, জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দ্রুত পরিচালনা কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *