দেশে দুর্ভিক্ষের মতো কোনো পরিস্থিতি হবে না: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকার মতো ধনী দেশগুলোতেও ব্যাপক মুদ্রাস্ফীতি চলছে। বাংলাদেশে তার কিছু প্রভাব পড়েছে। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে অন্য দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি। কিছু সমস্যা আছে, তবে দেশে দুর্ভিক্ষের মতো কোনো পরিস্থিতি হবে না। অচিরেই আমরা সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব।’
আজ বুধবার দুপুরে বরিশালে এক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ‘বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক ওই কর্মশালায় বরিশাল ও খুলনা বিভাগের কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। বিএনপি যদি মনে করে দেশের মানুষ বোকা, তবে তারা এখনো বোকার স্বর্গের বাসিন্দা। বিশ্বের বর্তমান সংকটময় পরিস্থিতি সম্পর্কে দেশের মানুষ জানে। তাই বিএনপির ঘোলা পানিতে মাছ শিকারের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে।