GPU এর দাম স্বাভাবিক হবে বছরের শেষ দিকে?

গ্রাফিক্স কার্ডের দাম এখনো MSRP এর ধারে কাছেও নেই। তবুও আশার কথা হলো এই যে গত কয়েক মাসের তুলনায় সেই দাম কমে এসেছে অনেকটাই।দামের এই গ্রাফ থেকে ধারণা করা হচ্ছে যে বছরের শেষ দিকে MSRP তে নেমে আসতে পারে গ্রাফিক্স কার্ডের দাম। অন্যদিকে AMD এর সদ্য লঞ্চ হওয়া RX 6600XT এর মাইনিং পারফর্মেন্স বেশ ভালো বলে শোনা যাচ্ছে; সেক্ষেত্রে মাইনারদের কুদৃষ্টি এর দিকে পড়তে পারে এই আশংকা করাই যায়।

আরো কমেছে 30 সিরিজের কার্ডের দাম; তুলনামুলক বেশি দামে বিক্রি হচ্ছে AMD এর RX 6XXX সিরিজের কার্ডঃ

এনভিডিয়ার রাজত্বঃ

NVIDIA এর কার্ডে LHR থাকার কারণে চাপটা কিছুটা হলেও AMD এর দিকে গিয়েছে। সাপ্লাই ও দাম তাই কিছুটা বাড়তি। AMD এর বড় বড় AIB পার্টনাররা খুব বেশি আশাবাদী নয় সহসা সাপ্লাই ও দাম স্বাভাবিক হওয়ার ব্যাপারে। TSMC এর 7NM Node এর প্রচুর চাহিদা ও অন্যন্য কম্পোনেন্টে ব্যবহারের কারণে সাপ্লাই তুলনামুলক কম। একই সাথে মাইনার ও Scalper দের কারণে যা বাজারে রয়েছে সেগুলো গেমারদের নাগালের অনেকটাই বাইরে।

Availability ও সাপ্লাই বেশি থাকার কারণে  এনভিডিয়ার GPU এর বিক্রির পরিমাণ ও AMD এর থেকে অনেকটাই বেশি। শেষ কয়েক সপ্তাহে AMD এর তুলনায় অনেক বেশি সংখ্যক ইউনিট বিক্রি করতে সক্ষম হয়েছে গ্রিন টিম।

যথারীতি উচ্চ দামে লিস্টেড দেখা যাচ্ছে RX 6600XT কেঃ

সাম্প্রতিক সময়ের অন্যন্য কার্ডগুলোর মত কিছুদিন আগে লঞ্চ হওয়া RX 6600XT ও বিক্রি হচ্ছে MSRP থেকে অনেকটাই বেশি দামে। Amazon এ unavailable ,Newegg এও রয়েছে আউট অফ স্টক অবস্থায় ।তবে যা দাম লেখা রয়েছে তা হতাশাজনক। বিভিন্ন মডেলের RX 6600XT কে লিস্টেড দেখা গেছে ৪১৯ ডলার থেকে ৫৭৯ ডলার পর্যন্ত দামে; যা MSRP থেকে ৫০ থেকে ২০০ ডলার বেশি। Topchat এও ৫০০ ডলারের উপরে লিস্টেড রয়েছে কার্ডটি।Caseking সাইটেও ৫০০ ইউরো রেঞ্জে ঘোরাফেরা করছে  এর দাম। Overclockers.co সাইটে ৩৮০-৪৫০ ইউরোর মধ্যে পাওয়া যাচ্ছে 6600XT ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *