যুবলীগ নেতা ‘গুলি ছুড়লে’ দৌড়ে থানায় গেলেন প্রতিবেশী

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিরোধের জেরে এক যুবলীগ নেতা তাঁর প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি ভয়ে দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবছার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম পেয়ার মোহাম্মদ (৪০)। তিনি আবছার মাস্টারের বাড়ির মৃত মো. ইউনুছের ছেলে এবং পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

ভুক্তভোগী প্রতিবেশীর নাম এস এম ইকরাম হোসেন (৪০)। তিনি আকুবদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আবু নাছেরের ছেলে।

ইকরাম হোসেনের অভিযোগ, ‘পেয়ার মোহাম্মদ তাঁর জায়গায় বাউন্ডারি নির্মাণ করছেন, যা আমার জায়গার মধ্যে ঢুকে পড়েছে। এতে আমি বাধা দিলে তিনি ঘরে গিয়ে পিস্তল এনে আমাকে হত্যার উদ্দেশ্যে দুটি গুলি ছোড়েন। আমি ভয়ে দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নিই। পরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। ততক্ষণে পেয়ার মোহাম্মদ পালিয়ে যান।’