ফেসবুকে বন্ধ হচ্ছে বেশ কিছু সুবিধা

ফেসবুকের নিয়ারবাই ফ্রেন্ডস সুবিধা। এরকম কিছু সুবিধা বন্ধ হয়ে যাচ্ছ

ফেসবুকের নিয়ারবাই ফ্রেন্ডস সুবিধা। এরকম কিছু সুবিধা বন্ধ হয়ে যাচ্ছফেসবুক

তাৎক্ষণিকভাবে (রিয়েলটাইম) ব্যবহারকারীর অবস্থানগত তথ্য সংগ্রহ করে, এমন বেশ কয়েকটি সেবা বন্ধ করে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এসব সেবার মধ্যে রয়েছে নিয়ারবাই ফ্রেন্ডস, ওয়েদার অ্যালার্টস, লোকেশন হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড লোকেশনের মতো অবস্থানভিত্তিক সুবিধাগুলো। ফেসবুকের পক্ষ থেকে ব্যবহারকারীদের নোটিফিকেশন দিয়ে এ তথ্য জানানো হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকেও বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

প্রযুক্তিবিষয়ক আরেক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা কর্তৃপক্ষ বলছে, অবস্থানজনিত সুবিধাগুলো কম ব্যবহার করা হচ্ছে বলে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এর আগে যাঁরা এগুলো ব্যবহার করতেন, তাঁদের কাছে এরই মধ্যে ফেসবুকের নোটিফিকেশন পাঠানো শুরু হয়েছে। ফেসবুকের নোটিফিকেশনে বলা হয়েছে, ৩১ মে থেকে অবস্থানগত ফিচারের সঙ্গে যুক্ত তথ্য সংগ্রহ বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া আগামী ১ আগস্ট থেকে সংরক্ষিত সব তথ্য মুছে দেওয়া হবে।

https://10ms.io/rwDoSb
বিজ্ঞাপন

ভার্জকে মেটার মুখপাত্র এমিল ভাজকুয়েজ বলেছেন, ‘ফেসবুক থেকে আমরা অবস্থানগত, তথ্যভিত্তিক কিছু সুবিধা সরিয়ে নিচ্ছি। ব্যবহারকারী কম থাকায় এসব বন্ধ হচ্ছে। তবে কীভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য সংগ্রহ ও ব্যবহার করা হয়, তা ব্যবস্থাপনার জন্য ব্যবহারকারীদের হাতে লোকেশন সার্ভিসেস সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে।

https://10ms.io/VwDoFj
বিজ্ঞাপন


মেটার পক্ষ থেকে অবস্থানগত তথ্যভিত্তিক সুবিধা বন্ধ করার কথা বলা হলেও ফেসবুকের পক্ষ থেকে পুরোপুরি অবস্থানগত তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করা হচ্ছে না। ফেসবুক বলছে, তারা ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে অবস্থানভিত্তিক তথ্য সংগ্রহ চালিয়ে যাবে। এতে ব্যবহারকারীকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন ও তথ্যনীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ লোকেশন চেক–ইন দিতে সাহায্য করবে।

https://10ms.io/ewDoHW
বিজ্ঞাপন

সেটিংস ও গোপনীয়তা মেনু থেকে সংরক্ষিত যেকোনো অবস্থানের তথ্য দেখা, ডাউনলোড বা মুছে ফেলা যাবে। অন্যথায় ফেসবুক আগামী ১ আগস্ট থেকে পরিষেবাগুলোর সঙ্গে সম্পর্কিত যেকোনো সঞ্চিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *