৮৬ দামি গাড়ির ‘ভাগ্য’ ঝুলছে

৮৬ দামি গাড়ির ‘ভাগ্য’ ঝুলছে

পর্যটকদের ফেলে যাওয়া বিশ্বখ্যাত ব্র্যান্ডের ১১২টি গাড়ি বিক্রির জন্য নিলামে তুলেছিল কাস্টমস। সে অনুযায়ী সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশ করা হয়। সাধারণত তালিকা প্রকাশের কয়েক দিনের মধ্যেই গাড়ি বিক্রির অনুমোদন দেওয়া হয়। কিন্তু এবার মাস পেরিয়ে গেলেও এখনো কোনো গাড়ি বিক্রির অনুমোদন মেলেনি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ‘ক্লিয়ারেন্স পারমিট’ বা খালাসের ছাড়পত্র না পেলে গাড়িগুলো বিক্রি করা যাবে না বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা নিষিদ্ধ। নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে ৮৬টি পর্যটন–সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনার সময় পাঁচ বছরের বেশি পুরোনো ছিল। সে জন্য এসব গাড়ি নিলামে বিক্রি করতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পারমিট বা বিশেষ অনুমোদন নিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নিলামে তোলার আগেই সংস্থাটি এসব গাড়ির ছাড়পত্র দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। নিলামে তোলার পর আবারও চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে যুক্তি হিসেবে বলা হয়েছে, গাড়িগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, পর্যটন–সুবিধায় আনা হয়েছে। শুল্কমুক্তভাবে আনা এসব গাড়ি নির্দিষ্ট সময় পর পর্যটকদের নিজ নিজ দেশে ফেরত নিতে হয়। পর্যটকেরা ফেরত না নেওয়ায় বন্দরে অনেক দিন ধরে পড়ে আছে। আবার ছাড়পত্র দেওয়া হলে সরকারও রাজস্ব পাবে। আর ছাড়পত্র দেওয়া না হলে স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরা হিসেবে বিক্রি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *