৭ ডিসেম্বর রাজধানীতে বিজয় প্রযুক্তি মেলা শুরু
রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে পাঁচ দিনব্যাপী ‘বিজয় প্রযুক্তি মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার মেলার আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান সংবাদ সম্মেলনের এ কথা জানান। তিনি বলেন, ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ এল মজাহার ইমাম চৌধুরী বলেন, এবার মেলায় থাকবে না কোনো এন্ট্রি টিকিট