৫ স্বজন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নবদম্পতি
রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ার ঘটনায় অল্পের জন্য বেঁচে ফেরা নবদম্পতি হৃদয় ও রিয়া এখন শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চোখের সামনে পাঁচ স্বজন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত তাঁরা। বর্তমানে তাঁরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালের চিকিৎসকেরা গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান।
গতকাল ঢাকার দক্ষিণখানের কাওলা এলাকায় বউভাতের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও তাঁদের স্বজনেরা প্রাইভেট কারে করে আশুলিয়ায় যাচ্ছিলেন। বিকেল সোয়া চারটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে চলন্ত অবস্থায় প্রাইভেট কারটির ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান হৃদয়-রিয়ার ৫ স্বজন।