৩ বিভাগে ৩ জনের মৃত্যু করোনায়
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬১ জনের। আগের দিনের চেয়ে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। আজ তিনজনের মৃত্যু হয়েছে পৃথক তিন বিভাগে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন দেশে করোনায় ২ জনের মৃত্যু ও ২৮২ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৫ শতাংশ।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৮৬ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন।