২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৮

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু

রাজশাহী বিভাগে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্তের এই হার গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগে আগের দিন ২ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। ওই দিন করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।

নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ৩০ জন, বগুড়ায় ২১ জন, সিরাজগঞ্জে ১৮ জন, পাবনায় ১৬ জন এবং নওগাঁয় ৩ জন রয়েছেন। এদিন বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। ফলে এসব জেলায় নতুন কেউ শনাক্ত হননি। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৫১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *