২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত অর্ধশত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন মারা গেছেন।
গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ৪৫।
করোনা শনাক্ত হয়ে মারা গেছেন রুপবান বেগম (৮৫)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বিবাগদী গ্রামের আবদুর রশিদের স্ত্রী। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জের একজন মারা গেছেন। এ পর্যন্ত হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৫০৩।