১৯ জেলায় মৃত্যুহীন দিন ,সংক্রমণ কমছে পশ্চিমবঙ্গে
ভারতের পশ্চিমবঙ্গে কমে এসেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭০০ জন। একই সময়ে সেখানে মৃত্যু হয়েছে ছয়জনের। ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু দেখেনি কলকাতাসহ রাজ্যটির ১৯ জেলা। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৬ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে মৃত্যুহার ১ দশমিক ১৯ শতাংশে নেমে এসেছে। এখনো রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ১০ হাজার ১৬৩ করোনা রোগী।