১৫ লাখ ছাড়াল করোনা শনাক্ত রোগীর সংখ্যা

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩ হাজার ৩৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬১৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে মোট ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু, শনাক্ত রোগীর সংখ্যা, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন ৯৪ জনের মৃত্যু এবং ৩ হাজার ৭২৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।