১৫ জানুয়ারি থেকে অনলাইনে স্কুলছাত্রীদের প্রোগ্রামিং প্রশিক্ষণ
প্রশিক্ষণের নিবন্ধন তথ্যছবি : স্ক্রিনশট
কাল ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে স্কুলপড়ুয়া মেয়েদের বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং প্রশিক্ষণ দেবে ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইকো-ইউএসএর সহায়তায় বিডি গার্লস কোডিং প্রকল্পের আওতায় ছয় দিনের এ প্রশিক্ষণ দেওয়া হবে।
ছয়টি ক্লাসে বিভক্ত বিনা মূল্যের এ প্রশিক্ষণে কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে ছাত্রীদের প্রাথমিক ধারণা দেওয়া হবে। একই সঙ্গে প্রোগ্রামিং শেখার কৌশল শেখানো হবে।
যেকোনো স্কুলের ছাত্রীরা ঘরে বসেই এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এ জন্য https://forms.gle/QXTyZjy32NxuwbrC9 লিংকে নিবন্ধন করতে হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক ও মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজির গবেষণা সহকারী হুমায়ুন কবির এ প্রশিক্ষণ দেবেন।