১২ ডিসেম্বর আমরা ৫–জিতে প্রবেশ করব
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, “আমরা ৫–জিতে ১২ ডিসেম্বরে প্রবেশ করব। স্যামসাং, নোকিয়াসহ অনেকেই বাংলাদেশে কাজ শুরু করেছে। আমরা এখন বাংলাদেশ থেকে কম্পিউটারসহ অনেক প্রযুক্তিপণ্য রপ্তানি করছি। উন্নত দেশ হতে আমাদের ’৪১ সাল লাগবে না।”
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে দেশের আইটি মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) মাসব্যাপী প্রযুক্তিপণ্যের ‘বিজয় উৎসব-২০২১’–এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
ডাক, টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে এখন কম্পিউটার পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছেন আমাদের কম্পিউটার ব্যবসায়ীরা। করোনার এই অবস্থায়ও ব্যবসায়ীরা যে সেবা দিয়ে গেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। বিজয়ের এই কম্পিউটার উৎসব দেশব্যাপী ছড়িয়ে যাক ও সফল হোক।’ প্রধান অতিথি হিসেবে বিজয় উৎসব-২০২১–এর উদ্বোধন করেন তিনি।