হোয়াটসঅ্যাপের তথ্যে লাগাম টানছে গুগল ড্রাইভ
হোয়াটসঅ্যাপছবি : সংগৃহীত
হোয়াটসঅ্যাপে বিনিময় করা সব তথ্য গুগল ড্রাইভে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। অনলাইন এ স্টোরেজ সেবায় তথ্য সংরক্ষণের জায়গা নিয়েও চিন্তা করতে হয় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের। কারণ, হোয়াটসঅ্যাপের তথ্য জমা রাখার জন্য গুগল ড্রাইভে সীমাহীন জায়গা ব্যবহারের সুযোগ দিয়ে থাকে গুগল। তবে আগামীতে গুগল ড্রাইভে বিনা মূল্যে হোয়াটসঅ্যাপের তথ্য জমা রাখার জায়গা নির্দিষ্ট করা হতে পারে।
নতুন এ পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি গুগল। তবে হোয়াটসঅ্যাপের কোড পর্যালোচনা করা অনলাইন পোর্টাল ‘ওয়েববেটাইনফো’ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের কোডে একটি বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া গেছে। গুগল ড্রাইভে জায়গা শেষ হওয়ার বার্তা ব্যবহারকারীদের দিতেই তৈরি করা হয়েছে বিজ্ঞপ্তিটি।
উল্লেখ্য, আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারকারীরা আইক্লাউডে নির্দিষ্ট পরিমাণ জায়গায় নিজেদের হোয়াটসঅ্যাপ তথ্য সংরক্ষণ করতে পারেন।