হার্ডডিস্কে তথ্য না হারিয়েই নতুন ড্রাইভ তৈরি

হার্ডডিস্ক
হার্ডডিস্ক

আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে প্রায় ৪০০ গিগাবাইট জায়গা খালি আছে। কিন্তু অন্যান্য ড্রাইভে জায়গা বেশি খালি না থাকায় বড় আকারের ফাইল সংরক্ষণ করা যায় না। তবে কম্পিউটারের হার্ডডিস্কের কোনো ড্রাইভে অতিরিক্ত বা বেশি জায়গা থাকলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Shrink Volume কাজে লাগিয়ে সেখানে সহজেই নতুন ড্রাইভ তৈরি করা যায়। তবে এ জন্য অবশ্যই ড্রাইভটিতে কমপক্ষে ৫০ শতাংশ জায়গা খালি থাকতে হবে।

নির্দিষ্ট ড্রাইভের অতিরিক্ত জায়গা কাজে লাগিয়ে নতুন ড্রাইভ তৈরির সময় তথ্য হারিয়ে যায় না। ফলে কাজের প্রয়োজনে যে কেউ নতুন ড্রাইভ তৈরি করতে পারেন। এ জন্য প্রথমে উইন্ডোজ কম্পিউটারে Windows Key এবং R একসঙ্গে চেপে রান উইন্ডো চালু করতে হবে। এরপর diskmgmt.msc লিখে এন্টার বোতাম চাপলেই হার্ডডিস্কে থাকা সব পার্টিশন দেখা যাবে। এবার যে পার্টিশন বা ড্রাইভ ভেঙে নতুন ড্রাইভ বানাবেন, সেটি নির্বাচন করে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যদি C:/ ড্রাইভ ভেঙে নতুন ড্রাইভ তৈরি করতে চান, তবে (C:) লেখা অংশে মাউসের ডান বোতাম চেপে Shrink volume অপশন ক্লিক করতে হবে। এবার Enter the amount of space to Shrink in MB: ঘরে নতুন ড্রাইভের জন্য জায়গার পরিমাণ দেখা যাবে।

C:/ ড্রাইভের ক্ষেত্রে প্রদর্শন করা জায়গার তুলনায় কম জায়গা নিয়ে নতুন ড্রাইভ বানাতে হবে। অন্য ড্রাইভের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত জায়গা নেওয়া যাবে। এখানে প্রয়োজন অনুযায়ী জায়গা (প্রতি এক গিগাবাইটের জন্য ১০০০ দিতে হবে) নির্ধারণ করে Shrink বোতাম চাপলেই কিছুক্ষণ পর Unallocated space নামের নতুন একটি ড্রাইভ তৈরি হবে। এবার এটিতে মাউসের ডান বোতামে চেপে New Simple Volume নির্বাচন করলে ফরম্যাট পার্টিশন উইন্ডো চালু হবে। এখানে নেক্সট চেপে assign the following drive letter-এ ড্রাইভ লেটার নির্ধারণ করে বাকি সব সেটিংস ঠিক রেখে নেক্সট চাপতে হবে। ফরম্যাট হওয়ার পর Finish বোতাম চাপলেই নতুন ড্রাইভ তৈরি হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *