সোনার দাম ভরিতে কমছে ১,০৫০ টাকা
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ১ ভরি সোনার অলংকার তৈরিতে ৭৭ হাজার ৯৯ টাকা লাগবে। সোনার নতুন এই দর আগামীকাল মঙ্গলবার সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার রাতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত জানিয়েছে, যদিও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি সোনার সংকটের কারণ দেখিয়ে চলতি মাসেই দুবার সোনার দাম ভরিতে মোট ৪ হাজার ৩১৫ টাকা বৃদ্ধি করে সমিতি। তারপর গত সপ্তাহে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়। এখন আবার কমানো হলো ১ হাজার ৫০ টাকা। তাতে টানা ২ সপ্তাহে সোনার দাম ভরিতে কমবে ২ হাজার ২১৬ টাকা।