সিলেটে দিনভর ভোগা‌ন্তি শেষে রাতে প‌রিবহন ধর্মঘট স্থ‌গিত

‌সিলেট প‌রিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক। আজ মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে
‌সিলেট প‌রিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক। আজ মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে

সিলেটের মানুষ দিনভর ভোগান্তি পোহানোর পরে রাতে প‌রিবহনশ্রমিকদের ধর্মঘট স্থ‌গিত করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় ধর্মঘট স্থ‌গিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় পরিষদের সভাপতি ময়নুল ইসলাম।      এর আগে পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের কর্মবি‌রতির ডাক দেন প‌রিবহন শ্রমিকনেতারা।

সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় পরিষদের সভাপতি ময়নুল ইসলাম বলেন, প্রশাসনের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দেওয়ায় সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করেছেন শ্রমিকরা। তি‌নি  আরও বলেন, ‘আমাদের দা‌বি পূরণের আশ্বাসে ১৫ অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থ‌গিত করা হয়েছে। সামনে এসএস‌সি পরীক্ষা, দুর্গাপূজা থাকায় আমরা আপাতত এমন সিদ্ধান্ত নিয়ে‌ছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়ে পাঁচ দফা দা‌বি ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।’ এর মধ্যে বুধবার থেকে  মামলা দেওয়ার হার ক‌মিয়ে দেওয়া হবে বলে তাঁরা জা‌নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *