সায় পাচ্ছে না অনেক প্রতিষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অনেক কারখানার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শিল্পনগর থেকে তোলা

এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে সারা দেশে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। কিন্তু এখন সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ততটা পাচ্ছে না বেসরকারি খাত। সরকারি পর্যায়ে অনুমোদন পাওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোর দিকেই কেবল নজর রয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)। বড় কোম্পানিগুলো দেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য প্রস্তাব জমা দিয়ে রাখলেও ২০১৯ সালের পর একটিও অনুমোদন পায়নি। এতে সরকারের এক কোটি মানুষের নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর কর্ণধারদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে তাঁদের প্রস্তাবগুলো ফেরত পাঠাচ্ছে বেজা। নতুন করে ব্যক্তি খাতের কাউকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির আগ্রহ কম। ব্যবসায়ীরা বলছেন, সরকার একদিকে পরিকল্পিত শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে বলছে, অন্যদিকে অনুমোদন দিচ্ছে না। এতে নতুন বিনিয়োগ আসার সম্ভাবনাও কমছে।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ কুমিল্লার মেঘনা উপজেলায় অর্থনৈতিক অঞ্চল করতে তিন বছর আগে প্রস্তাব দিয়ে রেখেছে। কিন্তু এখন পর্যন্ত অনুমোদন মেলেনি। চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল করার জন্য আবেদন করেছে সাদ মুসা গ্রুপ। তাদের প্রস্তাবটিও অনেক দিন ধরে ঝুলছে। মুন্সিগঞ্জে অর্থনৈতিক অঞ্চল করার আগ্রহ দেখিয়েছে প্রিমিয়ার ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল। এ প্রস্তাবেও অনুমতি মেলেনি। বাংলাদেশ, চীন, জার্মানির কয়েকজন ব্যবসায়ীর ভোলা সদরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও ঝুলছে এক বছরের বেশি সময় ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *