সাড়ে ৭ লাখ কর্মীকে কলেজের খরচ দেবে আমাজন
আমাজন বলছে, তারা এ প্রকল্পে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে। কর্মীরা যত দিন আমাজনে থাকবেন, তত দিন বার্ষিক তহবিল নিতে পারবেন।
এর আগে ওয়ালমার্ট ও টার্গেট এ ধরনের প্রস্তাব দিয়েছে কর্মীদের।
আমাজন জানিয়েছে, এটি ছাড়াও ডিপ্লোমা এবং ইংরেজি ভাষা কোর্সসহ চাকরির প্রশিক্ষণ ব্যবস্থার সুবিধাও বাড়াবে তারা।
আমাজনের হেড অব কনজ্যুমার ডেভ ক্লার্ক জানান, ‘আমাজন এখন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় চাকরি সৃষ্টিকারী কোম্পানি। আমরা জানি, দক্ষতা প্রশিক্ষণের এই বিনিয়োগ সারা দেশের লাখ লাখ পরিবারের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।