সাড়ে ১৮ লাখ করদাতা কর দিলেন
ব্যক্তিশ্রেণির ১৮ লাখ ৫৫ হাজার করদাতা গত ৩০ নভেম্বর পর্যন্ত ২০২১-২২ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় ৬ শতাংশের বেশি। রিটার্নের সঙ্গে সাড়ে ১৮ লাখ করদাতা ২ হাজার ৪৫৬ কোটি টাকার কর দিয়েছেন।
গত মঙ্গলবার ছিল ২০২১-২২ করবর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেই সময়সীমা এক মাস বাড়িয়েছে। তার মানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা আয়কর রিটার্ন দিতে পারবেন।
এনবিআর সূত্র জানায়, বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা ৬৩ লাখের কাছাকাছি। ৩০ নভেম্বর পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার করদাতা চলতি ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ১৭ লাখ ৪৮ হাজার। সেই হিসেবে এবার রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে ৬ শতাংশের বেশি। যদিও গত বছরও রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি করেছিল এনবিআর।