সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ কিনেছে দেশের মোবাইল অপারেটরগুলো
দেশের চারটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান নতুন করে প্রায় ১০ হাজার ৬৪৬ কোটি টাকার তরঙ্গ কিনেছে। নিলামের মাধ্যমে সর্বোচ্চ তরঙ্গ নিয়েছে গ্রামীণফোন ও রবি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নিলাম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তরঙ্গ বরাদ্দের কথা জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিলামে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের ১০০ মেগাহার্টজ ও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের ১২০ মেগাহার্টজ তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রামীণফোন ও রবি নিয়েছে ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ, প্রত্যেকে ৬০ মেগাহার্টজ করে। আর ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিয়েছে বাংলালিংক ও টেলিটক, যথাক্রমে ৪০ মেগাহার্টজ ও ৩০ মেগাহার্টজ। আগামী ১৫ বছরের জন্য অপারেটরগুলো এই তরঙ্গ নিয়েছে।
নতুন নেওয়ার পর গ্রামীণফোনের মোট তরঙ্গ দাঁড়াল ১০৭ দশমিক ৪০ মেগাহার্টজ, রবির ১০৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৮০ মেগাহার্টজ ও টেলিটকের ৫৫ দশমিক ২০ মেগাহার্টজ।