সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মের খসড়ায় মতামতের সময় বাড়ানোর আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মের খসড়ায় মতামতের সময় বাড়ানোর আহ্বান

তথ্য মন্ত্রণালয়ের ওটিটি প্ল্যাটফর্মের নিয়ে খসড়া নীতিমালা ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের খসড়া প্রবিধানের ওপর মতামত প্রদানের সময় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ইন্টারনেট ফ্রিডম ইনিশিয়েটিভ ওয়ার্কিং গ্রুপ এ আহ্বান জানিয়ে বলেছে, খসড়া দুটির গভীর মূল্যায়ন প্রয়োজন।

গত ৩ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান ও পরিচালনা এবং বিজ্ঞাপন প্রদর্শন নীতিমালা ২০২১’ খসড়া প্রকাশ করেছে। এ খসড়া নিয়ে মতামত প্রদানের শেষ সময়সীমা আজ ৭ মার্চ শেষ হচ্ছে। এ ছাড়া বিটিআরসি গত ৬ ফেব্রুয়ারি ‘ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন-২০২১’ নামেও একটি খসড়া প্রবিধান প্রকাশ করেছে। এই প্রবিধান নিয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মতামত প্রদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে তা বাড়িয়ে ৭ মার্চ করা হয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *