সাত মাস পর এত সংক্রমণ দেখল
ভারতে আজ শনিবার নতুন করে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সাত মাসের বেশি সময় পর দেশটির সংক্রমণ ১ লাখ ৪০ হাজার ছাড়াল। দেশটিতে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে সেখানে সংক্রমণ বাড়ছে। ভারতের ২৭টি রাজ্যে অমিক্রন শনাক্ত হয়েছে। খবর এনডিটিভির।
করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, সর্বশেষ গত বছরের ৩০ মে ১ লাখ ৫৩ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর সংক্রমণ কমতে শুরু করে। মাত্র ১০ দিন আগে ভারতে দৈনিক আক্রান্ত ছিল ১০ হাজার। এ ছাড়া প্রথমবারের মতো গতকাল শুক্রবার ভারতে দৈনিক শনাক্ত লাখ ছাড়ায়। দেশটিতে গতকাল ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছিল। এক দিনের ব্যবধানে আজ করোনা শনাক্ত দেড় লাখের কাছাকাছি গিয়ে ঠেকেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনাক্তের হার ৯ দশমিক ২৮। এ ছাড়া বিগত এক সপ্তাহে শনাক্ত ছিল ৫ দশমিক ৬৬ শতাংশ।
আজ আরও ৬৪ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে অমিক্রনে আক্রান্ত ব্যক্তি দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৭৬ জন মহারাষ্ট্রে। দিল্লি রয়েছে দ্বিতীয় অবস্থানে। সেখানে আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। ভারতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১ হাজার ২০৩ জন সুস্থ বা স্থানান্তরিত হয়েছেন।