সমাবেশের আগেই বিএনপির মঞ্চ ভাঙচুর, হামলায় আহত ৩৫
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে পুলিশের সামনেই এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা করেছেন বলে বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা মঞ্চের আশপাশে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও মারধর করেন।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফ, সদস্যসচিব শাহজাহান রানাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। আজ বিকেলে তিনি মুঠোফোনে বলেন, আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কেউ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেননি। তিনি শুনেছেন, স্থানীয় বিএনপির বিবদমান দুই পক্ষের বিরোধের জেরে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে এক পক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।