সফটওয়্যার কিনতে সরকারি প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে বেসিস নেতৃবৃন্দ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে বেসিস নেতৃবৃন্দছবি : সংগৃহীত

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) কেনার জন্য দেশের সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিজেদের বার্ষিক বাজেটের ১০ শতাংশ অর্থবরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানায় বেসিসের নতুন কার্যনির্বাহী কমিটি।

বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাত দেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। অর্থনীতির পাশাপাশি সরকারের প্রায় সব ই-গভর্ন্যান্স প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বেসিস। তাই দেশের সব মন্ত্রণালয় ও সেগুলোর অধীন থাকা সংস্থাগুলোর বার্ষিক বাজেটের অন্তত ১০ শতাংশ অর্থ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা কেনার জন্য বরাদ্দ রাখা এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *