সপ্তমবারের মতো সেরা নারী করদাতা শাহনাজ রহমান
এবারও ‘মহিলা’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান। ২০২১-২২ অর্থবছরের দেওয়া করের ভিত্তিতে তাঁকে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা ক্রেস্ট ও কর কার্ড নেন ট্রান্সকম লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. কামরুল হাসান। শাহনাজ রহমান টানা সপ্তমবারের মতো এই সম্মাননা পেলেন।
এনবিআর প্রতিবছর বিভিন্ন শ্রেণিতে সেরা করদাতাদের সম্মাননা দেয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।
শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। এর আগে ২০১৭ সালে এনবিআরের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কর দিচ্ছে—এমন ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা দেওয়া হয়। তখন লতিফুর রহমান ও তাঁর পরিবার ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা পান।