শ্রীলঙ্কায় চিকিৎসাসেবা মিলছে না, পাওয়া যাচ্ছে না ওষুধ
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকটের পর এবার জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি দেখা দিয়েছে দ্বীপরাষ্ট্রটিতে। হৃদ্রোগ, ক্যানসারসহ প্রাণঘাতী রোগের ওষুধ আমদানি করতে না পারায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা কার্যক্রম। এমন অবস্থায় দেশটির চিকিৎসকদের শীর্ষ সংগঠন ওষুধসংকটের কারণে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
গতকাল মঙ্গলবার দ্য গভর্নমেন্ট মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন (জিএমওএ) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয়। হাসপাতাল ও চিকিৎসকেরা বড় ধরনের ওষুধসংকটে পড়ায় চিকিৎসা জরুরি অবস্থা ঘোষণা করে সংগঠনটি।
পর্যটনসমৃদ্ধ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় গত বছরের শেষ থেকেই অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। দেশটি স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় জ্বালানি ও খাদ্যসংকট বেড়ে গেছে। পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে দিনে অর্ধেকের বেশি সময় লোডশেডিং হচ্ছে দেশটিতে। বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ পেতে টানাটানি পড়ে যাওয়ায় ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে এসেছেন। অব্যাহত সংকটের মুখে গণবিক্ষোভে দাবি উঠেছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের।