শিক্ষক সুরক্ষার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে: সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি
নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে চরমভাবে লাঞ্ছিত করা এবং সাভারের আশুলিয়ায় আরেক কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সংগঠনটি এই দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। পাশাপাশি শিক্ষক সুরক্ষার ব্যাপারে নতুন করে ভাবারও আহ্বান জানিয়েছে এই শিক্ষক সংগঠনটি।
সমিতির সভাপতি মো. আবু সাঈদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ আজ বুধবার এক যৌথ বিবৃতিতে এই দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাতেই সামাজিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ দেখা গেছে। রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করার হীন উদ্দেশ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার অংশ হিসেবে এসব ঘটনা ঘটানো হচ্ছে কি না তা ভেবে দেখার বিষয়। এ ছাড়া সামাজিক, পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে।