শাবিপ্রবির পাঁচ প্রাক্তন শিক্ষার্থী আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ প্রাক্তন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ও আইনসংগত কাজে বাধা প্রদানের অভিযোগে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ কথা বলেন।
আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত শাখা সবাইকে ঢাকা থেকে আটক করেছে। পরে ঢাকা থেকে বিকেলে সিলেটে নিয়ে আসা হয়েছে। আমরা তাঁদের সিলেটে জালালাবাদ থানায় বুঝে পেয়েছি।
তাঁরা সবাই শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার কারণেই তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।