রুশ হামলার মুখে সেভেরোদোনেৎস্ক থেকে সরে যেতে পারে ইউক্রেন বাহিনী

পূর্ব ইউক্রেনের ক্রামাতরস্ক ও স্লোভিয়ানস্ক শহরের মধ্যবর্তী সড়কে সশস্ত্র পাহারায় ইউক্রেনের এক সেনা। দোনেৎস্ক অঞ্চল, ইউক্রেন। ২৮ মে ২০২২
পূর্ব ইউক্রেনের ক্রামাতরস্ক ও স্লোভিয়ানস্ক শহরের মধ্যবর্তী সড়কে সশস্ত্র পাহারায় ইউক্রেনের এক সেনা। দোনেৎস্ক অঞ্চল, ইউক্রেন। ২৮ মে ২০২২

রুশ সেনাদের অগ্রযাত্রার মুখে পূর্ব ইউক্রেনের বড় শহর সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে নেওয়া হতে পারে। স্থানীয় কর্মকর্তারা আজ শনিবার এই অবস্থান জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

https://10ms.io/SwFLdV
বিজ্ঞাপন

লুহানস্কের গভর্নর সেরহি হেইদাই বলেছেন, শহরে পৌঁছে গেছেন রাশিয়ার সেনারা। চার দিক থেকে ঘেরাও হওয়ার বদলে তাঁদের সরিয়ে নেওয়া হতে পারে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের দখল নেওয়ার জন্য লড়ছেন রুশ সেনারা। তাঁদের অগ্রযাত্রা ঠেকাতে দূরপাল্লার যুদ্ধাস্ত্র চাইছে ইউক্রেন। তবে এখনো এ বিষয়ে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল শুক্রবার বলেছেন, ইউক্রেনের দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ব্যবস্থা দরকার।

গভর্নর সেরহি হেইদাই বলেছেন, রুশ হামলায় সেভেরোদোনেৎস্কের অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় সব ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের মধ্যে যাঁরা এখনো শহরে আছেন, তাঁরা আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন। এই শহর থেকে ইউক্রেন বাহিনী–নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যাওয়ার সড়কে অবিরাম দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *