রুশ সেনাদের অগ্রগতি কীভাবে ধীর করল ইউক্রেন

৯ মার্চ ইউক্রেনে রুশ হামলা ১৪তম দিনে গড়িয়েছে

৯ মার্চ ইউক্রেনে রুশ হামলা ১৪তম দিনে গড়িয়েছেছবি: রয়টার্স

ইউক্রেনে দুই সপ্তাহ ধরে রাশিয়ার হামলা চলছে। প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেনের বাহিনী। ইউক্রেনের বাহিনীর এই সক্ষমতা পশ্চিমা মিত্রদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে।

কিন্তু রুশ সেনাদের অগ্রগতি কীভাবে ধীর করে দিতে সক্ষম হলো ইউক্রেন?

বিশ্লেষকেরা বলছেন, সমরশক্তির সংখ্যাগত দিক বিবেচনায় নিলে ইউক্রেনের চেয়ে রাশিয়া অনেক বেশি শক্তিশালী। তা সত্ত্বেও যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীর ‘ভালো’ করার ক্ষেত্রে কিছু বিষয় কাজ করেছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে—ভালো প্রস্তুতি, জাতীয় সংহতি ও রাশিয়ার ভুল। এগুলোর সমন্বিত প্রভাব ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি কমিয়ে দিয়েছে।

রুশ বাহিনীকে মোকাবিলায় নিজে থেকে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। স্ত্রী–সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বিদায়বেলায় ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউক্রেনের এই পুলিশ কর্মকর্তা। তাঁর স্ত্রীও কান্নায় ভেঙে পড়েন। গতকাল রাজধানী কিয়েভের উপকণ্ঠে ইরপিন শহরে
রুশ বাহিনীকে মোকাবিলায় নিজে থেকে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। স্ত্রী–সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বিদায়বেলায় ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউক্রেনের এই পুলিশ কর্মকর্তা। তাঁর স্ত্রীও কান্নায় ভেঙে পড়েন। গতকাল রাজধানী কিয়েভের উপকণ্ঠে ইরপিন শহরে

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ ৯ মার্চ ইউক্রেন রুশ হামলা ১৪তম দিনে গড়িয়েছে। এই যুদ্ধের শেষ কোথায়, যুদ্ধের ভবিষ্যৎ কী, তা এখনো অস্পষ্ট। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলে আসছেন, মস্কোর লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *