রাশিয়ায় বিক্রি বন্ধ করে দিয়েছে এইচঅ্যান্ডএম

রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সুইডেনভিত্তিক পোশাকের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। বুধবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। খবর বিবিসির।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। ইউক্রেনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কোম্পানিটি বলেছে, বিক্রি বন্ধের মাধ্যমে তারা ‘দুর্ভোগগ্রস্ত সমস্ত লোকের সঙ্গে’ দাঁড়িয়েছে। এর আগে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরপরই গ্রাহক ও কর্মীদের নিরাপত্তার কারণে ইউক্রেনের দোকানগুলোও অস্থায়ীভাবে বন্ধ করে দেয় এইচঅ্যান্ডএম।
বিবিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে রাশিয়ায় এইচঅ্যান্ডএমের ইংরেজি ভাষার ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সেখানে লেখা আছে সাময়িকভাবে এইচঅ্যান্ডএমের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ওয়েবসাইটটি ব্যবহার করে গ্রাহকেরা এখন পণ্য কিনতে পারছেন না।