রাশিয়ায় বন্ধ পেপ্যাল, গুগল বিজ্ঞাপন দেখাবে না

পেপ্যাল

পেপ্যালছবি : সংগৃহীত

ইউক্রেনে হামলা করায় রাশিয়ায় নিজেদের সেবা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় এবার রাশিয়ায় নিজেদের আর্থিক লেনদেন সেবা বন্ধের ঘোষণা দিল অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেনের (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল।

আজ এক বিবৃতিতে পেপ্যালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ড্যান শুলম্যান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, রাশিয়ায় আমরা পেপ্যাল সেবা স্থগিত করছি।’ এর মাধ্যমে তাঁর প্রতিষ্ঠান ইউক্রেনে রাশিয়ার সহিংস সামরিক আগ্রাসনের নিন্দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হঠাৎ করে আর্থিক সেবা বন্ধ করায় সীমিত সময়ের জন্য দেশটির গ্রাহকেরা অর্থ তোলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পরপরই পেপ্যালসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে রাশিয়ায় কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছিল ইউক্রেন সরকার। দেশটির আবেদনে সাড়া দিয়ে গত বুধবার থেকে রাশিয়ায় নতুন অ্যাকাউন্ট খোলার কার্যক্রম বন্ধ করে দেয় পেপ্যাল। নতুন এ সিদ্ধান্তের কারণে রাশিয়ায় পেপ্যালের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *