রাশিয়ার গ্যাস পাইপলাইনে আরও এক ছিদ্র, জোরালো হচ্ছে নাশকতার শঙ্কা

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়। সেখানে পানিতে বুদবুদ উঠতে দেখা যায়
বাল্টিক সাগরের তলদেশ দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়। সেখানে পানিতে বুদবুদ উঠতে দেখা যায়

ডেনমার্ক উপকূলে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া গ্যাসের পাইপলাইন নর্ড স্ট্রিম ২-তে আরও একটি ছিদ্র শনাক্ত হয়েছে। সুইডেনের কোস্টগার্ড আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এ নিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম–২–তে মোট চারটি ছিদ্র শনাক্ত করা হলো। আজ চতুর্থ ছিদ্রটি শনাক্ত করার কথা জানানো হলেও বাকি তিনটি ছিদ্রের কথা নিশ্চিত করা হয়েছে কয়েক দিন আগে। একের পর এক ছিদ্র শনাক্ত হওয়ায় নাশকতার আশঙ্কা জোরালো হচ্ছে।

সুইডিস কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, সুইডেনের মধ্যে দুটি ছিদ্র, যার একটি নর্ড স্ট্রিম-১-এ, অন্যটি নর্ড স্ট্রিম ২–তে। এ দুটি ছিদ্রস্থলের দূরত্ব প্রায় এক নটিক্যাল মাইল (১ দশমিক ৮ কিলোমিটার)। আর ডেনমার্কের জলসীমায়ও পাইপলাইন দুটিতে দুটি ছিদ্র শনাক্ত হয়েছে।

এর আগে ডেনমার্কের সামরিক বাহিনীর তোলা ছবিতে দেখা যায়, সমুদ্রের তলদেশে যেখান দিয়ে পাইপলাইন গেছে, সেখানে পানির ওপরে বড় এলাকাজুড়ে বুদ্‌বুদ উঠছে।

এসব বুদ্‌বুদের আয়তন ২০০ থেকে ১ হাজার মিটার। পোল্যান্ডের উত্তরে সুইডেন ও ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে তিনটি ছিদ্র থেকে এমন বুদ্‌বুদ উঠেছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে ইউরোপের ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে গ্যাস সরবরাহ। রাশিয়া নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২—এই দুটি পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে। ইউক্রেনে হামলার জন্য ইউরোপসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয়। জবাবে কারিগরি ত্রুটির কথা বলে গত কয়েক মাসে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। গ্যাসকে মস্কো অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে ইউরোপ অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছে রাশিয়া সরকার।

নর্ড স্ট্রিম-১ নামের পাইপলাইনে ছিদ্র হওয়ার কথা চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গাজপ্রম। এ পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানায় তারা।

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের আয়তন ১ হাজার ২০০ কিলোমিটার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ উপকূল থেকে সমুদ্রের তলদেশ দিয়ে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলে গেছে এই গ্যাসলাইন। নর্ড স্ট্রিম-২ একই এলাকা দিয়ে যাওয়া আরেকটি পাইপলাইন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নর্ড স্ট্রিম-২ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, গত মঙ্গলবার ডেনমার্ক উপকূলে বাল্টিক সাগরের তলদেশে ওই দুটি পাইপলাইনের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সুইডিশ কোস্ট গার্ড জানিয়েছে, গত মঙ্গলবার থেকে তারা গ্যাসলাইনে ছিদ্র হওয়ার বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে আছে। তবে আগে কেন এটি জানা যায়নি, সেই ব্যাখ্যা তারা তাৎক্ষণিকভাবে বলতে পারেনি। সুইডিশ কর্তৃপক্ষ আগেও বর্নহোম দ্বীপের উত্তর–পূর্বে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে একটি ছিদ্র থাকার কথা জানিয়েছিল।

রাশিয়ার গ্যাস পাইপলাইনে আরও এক ছিদ্র, জোরালো হচ্ছে নাশকতার শঙ্কা

ডেনমার্ক ইতিমধ্যে দ্বীপটির দক্ষিণ–পূর্বে নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে একটি ছিদ্র ও উত্তর–পূর্বে নর্ড স্ট্রিম-১–এ একটি ছিদ্র থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছিদ্রের কারণে বর্নহোম দ্বীপের কাছে সমুদ্রের পানির উপরিভাগে কয়েক শ মিটার এলাকাজুড়ে বুদ্‌বুদ উঠছে। ফলে তাৎক্ষণিকভাবে গ্যাসলাইনগুলো পরিদর্শন করা অসম্ভব হয়ে ওঠে।

সুইডিশ কোস্ট গার্ডের একটি তল্লাশি ও উদ্ধারকারী যান এলাকাটিতে টহল দিচ্ছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রুরা জানিয়েছেন, তলদেশে যে অবিরত গ্যাস বের হচ্ছে, তা পানির উপরিভাগে দৃশ্যমান।

পাইপলাইনে এই ছিদ্রের জন্য নাশকতাকে দায়ী করা হচ্ছে। ইতিমধ্যে রাশিয়াকে দায়ী করে এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। এই পাইপলাইনগুলো স্থায়ীভাবেও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সুইডেনের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের জর্ন লুন্দ বলেছিলেন, এগুলো যে বিস্ফোরণ ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *