রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসা বিমানবন্দরের রানওয়ে অচল

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসা বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম নগরী এবং গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় বন্দর। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রানওয়েটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খবর আল-জাজিরার।

https://10ms.io/cwDayy
বিজ্ঞাপন

এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওডেসা রানওয়েটি আর ব্যবহারের কোনো উপায় নেই।

সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের বার্তা সংস্থা ইউএনআইএএন ওডেসায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ করেছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর মাকসিম মার্চেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

https://10ms.io/rwDoSb
বিজ্ঞাপন

ওডেসা বিমানবন্দর পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি রাশিয়ার বিরুদ্ধে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশটির দক্ষিণে ওডেসা শহরে হামলা চালানোর অভিযোগ করেছেন।

রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘রুশ সেনারা বারবার প্রমাণ করেছেন অন্য সব ইউক্রেনীয়র মতো ওডেসার জনগণও তাদের একই রকমের শত্রু। ওডেসা বিমানবন্দর ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এটা পুনর্নির্মাণ করব। কিন্তু তাদের প্রতি রাশিয়ার এমন আচরণ ওডেসা কখনো ভুলবে না।’

https://10ms.io/VwDoFj
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *