রান তাড়া করে জয়ী হওয়ার সুযোগ

ক্রিকেট ব্ল্যাক গেমছবি : সংগৃহীত
বাংলাদেশে চলছে বিপিএল উন্মাদনা। কোন দল জিতবে, তা নিয়ে চায়ের কাপে জমে উঠেছে আলোচনার ঝড়। টেলিভিশনের পর্দায় ক্রিকেট খেলা দেখার সময় অনেকেরই হয়তো ব্যাট–বল নিয়ে খেলতে ইচ্ছা করে। কিন্তু ইচ্ছা থাকলেও সময় ও সুযোগের অভাবে মাঠে গিয়ে ক্রিকেট খেলা আর হয়ে ওঠে না। এ জন্য অনেকেই স্মার্টফোনে ক্রিকেট গেম খেলেন।
অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি উন্নত গ্রাফিকসের ক্রিকেট গেম পাওয়া গেলেও সেগুলো খেলার জন্য স্মার্টফোনে শক্তিশালী র্যাম ও প্রসেসরের পাশাপাশি ধারণক্ষমতাও বেশ ভালো থাকতে হয়। এ জন্য কম দামের স্মার্টফোনে গেমগুলো খেলার সুযোগ মেলে না। এ সমস্যা থেকে মুক্তি দেবে ‘ক্রিকেট ব্ল্যাক’ গেমটি। মাত্র ২ মেগাবাইট আকারের গেমটিতে সাদাকালো পর্দায় ক্রিকেট খেলার সুযোগ মিলবে। সাদাকালো হলেও খেলোয়াড়দের জন্য গেমটিতে রয়েছে বিভিন্ন রঙের ব্যাট, বুট, ক্যাপ ও বল। গেমের বিভিন্ন পর্বে পাওয়া কয়েন দিয়ে এসব পণ্য কেনা যাবে।