রাত ৮টায় বন্ধ হলো বিপণিবিতান

বিপণিবিতান
বিপণিবিতান

সরকারি নির্দেশনা মেনে সোমবার রাত আটটার পর রাজধানীর দোকানপাট ও বিপণিবিতানগুলো বন্ধ হলো। তবে কাঁটায় কাঁটায় আটটার নিয়ম না মানলেও সাড়ে আটটার মধ্যেই পণ্য বিক্রির পাট চুকিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী। আটটায় দোকান ও বিপণিবিতান বন্ধ করা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বিক্রেতারা বলছেন, এ সিদ্ধান্তে তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সোমবার রাত আটটার পর থেকে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। আগের দিন রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ১৬ জুন প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ওই অনুশাসন দেন প্রধানমন্ত্রী।

সোমবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ইস্টার্ন প্লাজা ও নিউমার্কেট এলাকায় গিয়ে বিপণিবিতানগুলো থেকে ক্রেতাদের বের হয়ে যেতে বলা হচ্ছে। আর নতুন কোনো ক্রেতাদের বিপণিবিতানগুলোতে ঢুকতে দিচ্ছেন না নিরাপত্তাকর্মীরা।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘সরকারি নির্দেশমতো আটটার পরে বসুন্ধরার সব দোকান বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে সব ক্রেতাকেও আমরা বের হয়ে যেতে বলেছি।’

ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন জানান, রাত আটটার সময় এই মার্কেটের চারটি প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। দোকানগুলোকেও বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে রাত আটটার পরে দোকান বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে এসেছিলেন মো. জাহিদুল ইসলাম। পৌনে আটটা বাজতেই তাঁকে বিপণিবিতানটি থেকে বের হওয়ার পথ ধরতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *