রাতের মধ্যে দেয়াল তৈরির কাজ শেষ করল পুলিশ

তেঁতুলতলা মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে দেয়াল তৈরি করা হয়েছে
তেঁতুলতলা মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে দেয়াল তৈরি করা হয়েছে

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ।

মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আন্দোলনের মধ্যেই পুলিশ দেয়াল তৈরির কাজ সম্পন্ন করল। গতকাল বুধবার রাতে এই দেয়াল তৈরির কাজ শেষ হয়।

https://10ms.io/SwFLdV
বিজ্ঞাপন

এলাকাবাসী বলছেন, গতকাল প্রতিবাদ-সমাবেশ চলাকালে দেয়াল তৈরির কাজ বন্ধ ছিল। সবাই চলে যাওয়ার পর আবার কাজ শুরু হয়। রাতের মধ্যেই দেয়াল তৈরির কাজ শেষ করে পুলিশ।

গতকাল বুধবার রাতে এই দেয়াল তৈরির কাজ শেষ হয়
গতকাল বুধবার রাতে এই দেয়াল তৈরির কাজ শেষ হয়

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তেঁতুলতলা মাঠের উত্তর পাশের পুরো এলাকাজুড়ে দেয়াল তৈরি করা হয়েছে। শুধু এক পাশে সামান্য জায়গা খালি রাখা হয়েছে। সেখান দিয়ে মাঠে ঢোকা যায়।

https://10ms.io/IwOfVf
বিজ্ঞাপন

মাঠের ভেতরে গিয়ে দেখা যায়, কয়েক পুলিশ সদস্য সেখানে বসে আছেন। মাঠের ভেতর ও দেয়াল ঘেঁষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নির্মাণসামগ্রী।

গতকাল মাঠটির সীমানা ঘেঁষে ১৪টি দেশি প্রজাতির গাছ রোপণ করেন আন্দোলনকারীরা। গাছগুলো সেভাবেই রয়েছে।

মাঠটি রক্ষায় আন্দোলন চলছে
মাঠটি রক্ষায় আন্দোলন চলছে

নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা বলেন, ‘মাঠ রক্ষায় আন্দোলন চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তারপরও পুলিশ নির্মাণকাজ বন্ধ করেনি। পুলিশ দখলদারি মনোভাব দেখিয়ে মাঠে দেয়াল তুলে ফেলেছে।’

মাঠটি রক্ষার দাবিতে গতকাল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন আন্দোলনকারী ব্যক্তিরা। তাঁরা আধা ঘণ্টার মতো মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

https://10ms.io/fwDoXh
বিজ্ঞাপন

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কথা স্পষ্ট, আমাদের জায়গার প্রয়োজন। কলাবাগানে একটা থানাভবনের প্রয়োজন। এর চেয়ে যদি ভালো কোনো জায়গা মেয়র বা অন্য কেউ ব্যবস্থা করেন, তখন আমরা সেটা বিবেচনা করব।’

মাঠের ভেতরে পুলিশের সদস্যরা
মাঠের ভেতরে পুলিশের সদস্যরা

তেঁতুলতলা মাঠটি স্কয়ার হাসপাতালের উল্টো দিকের একটি গলিতে। এটি মূলত একটি খালি জায়গা, যা পুলিশ জেলা প্রশাসনের কাছ থেকে বরাদ্দ নিয়ে কলাবাগান থানার ভবন নির্মাণ করছে।

https://10ms.io/VwDoFj
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *