রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে
সারা দেশে আজ শুক্রবার রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ শেষ রাত থেকে কাল সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া আজ প্রথম আলোকে বলেন, রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বাড়বে। ফলে শীত কিছুটা বাড়তে পারে। তবে ১৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে।