অনলাইন বইমেলা শুরু
ভাষার মাস উপলক্ষে অনলাইনে বইমেলার আয়োজন করেছে রকমারি ডটকম (rokomari.com)। ‘নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২’ নামের এ মেলায় ২৫ শতাংশ ছাড়ে নতুন বই কেনা যাবে। বইয়ের দাম ডিজিটাল লেনদেন সেবা নগদের মাধ্যমে পরিশোধ করলে আরও ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ‘বর্ণমালা’ অফারের মাধ্যমে স্মার্টফোন ও মোটরবাইক জেতারও সুযোগ মিলবে।
১১তমবারের মতো আয়োজিত এ মেলা উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গত বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতুল খান।