যে ৫০ স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

পুরোনো স্মার্টফোনগুলোতে কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
পুরোনো স্মার্টফোনগুলোতে কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের জন্য অ্যাপের নিয়মিত হালনাগাদ দিয়ে থাকে বার্তা আদান–প্রদানের সেবা হোয়াটসঅ্যাপ। সেটা নতুন সুবিধা দিতে তো বটেই, নিরাপত্তার বিষয়টিও থাকে। তবে সব হালনাগাদে স্মার্টফোনের যন্ত্রাংশ ও সফটওয়্যারের একটি ন্যূনতম মান নির্ধারণ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নতুন ঘোষণা অনুযায়ী, পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

পুরোনো অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে ১ নভেম্বর থেকে। যেসব ক্ষেত্রে ফোনের সফটওয়্যার হালনাগাদের সুযোগ আছে, সেগুলো বাদে পুরোনো ফোনগুলোতে অ্যাপটি ক্রমে অচল হয়ে পড়বে। অ্যাপটি ব্যবহার করতে চাইলে নতুন ফোন কেনা ছাড়া তখন উপায় থাকবে না।

যাঁরা পুরোনো ফোন থেকে নতুন ফোনে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা বার্তা-ছবি আনতে চান, তাঁদের পুরোনো ফোনে প্রথমে চ্যাট হিস্ট্রি ব্যাকআপ করে নতুন ফোনে তা রিস্টোর করতে হবে। অবশ্য কাজটি অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই হয়ে থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন অপারেটিং সিস্টেমে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ।

অ্যান্ড্রয়েড

অ্যান্ড্রয়েড ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডউইচ) এবং পূর্ববর্তী সংস্করণের স্মার্টফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। সংস্করণ প্রথম ছাড়া হয় ২০১১ সালে।

আইওএস

হোয়াটসঅ্যাপ চালানোর জন্য আপনার আইফোনের অপারেটিং সিস্টেম অন্তত আইওএস ১০ সংস্করণের হতে হবে। তবে অ্যাপল সাধারণত পুরোনো ফোনেও সফটওয়্যার হালনাগাদ দিয়ে থাকে। সুযোগ থাকলে দ্রুত হালনাগাদ করে নিন।

এই ৫০টি স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

স্যামসাং

  • গ্যালাক্সি ট্রেন্ড লাইট
  • গ্যালাক্সি ট্রেন্ড টু
  • গ্যালাক্সি এস-টু
  • গ্যালাক্সি এস-থ্রি মিনি
  • গ্যালাক্সি এক্সকভার টু
  • গ্যালাক্সি কোর
  • গ্যালাক্সি এইচ টু

এলজি

  • লুসিড টু
  • অপটিমাস এফ-সেভেন
  • অপটিমাস এফ-ফাইভ
  • অপটিমাস এল-থ্রি টু ডুয়াল
  • অপটিমাস এল-ফাইভ
  • বেস্ট এল-ফাইভ টু
  • অপটিমাস এল-ফাইভ ডুয়াল
  • বেস্ট এল-থ্রি টু
  • অপটিমাস এল-সেভেন
  • অপটিমাস এল-সেভেন টু ডুয়াল
  • বেস্ট এল-সেভেন টু
  • অপটিমাস এফ-সিক্স ইন্যাক্ট
  • অপটিমাস এল-ফোর টু ডুয়াল
  • অপটিমাস এফ-থ্রি
  • বেস্ট এল-ফোর টু
  • বেস্ট এল-টু টু
  • অপটিমাস নাইট্রো এইচডি
  • অপটিমাস ফোর-এক্স এইচডি
  • অপটিমাস এফ-থ্রি-কিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *