যুক্তরাষ্ট্রে খ্যাপাটে যাত্রীর জন্য উড়োজাহাজের জরুরি অবতরণ

 লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে কানসাসে উড়োজাহাজ জরুরি অবতরণ করানো হয়

লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে কানসাসে উড়োজাহাজ জরুরি অবতরণ করানো হয়ফাইল ছবি: রয়টার্স

যাত্রীর খ্যাপাটে আচরণের জন্য যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। পরে ওই যাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

গত রোববার আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, তাদের ফ্লাইট-১৭৭৫ লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার মাঝপথে কানসাস শহরে অবতরণ করানো হয়। ফ্লাইটের এক যাত্রী হঠাৎ খ্যাপাটে আচরণ শুরু করলে অন্য যাত্রীদের সহায়তায় বিমানের ক্রুরা তাঁকে নিবৃত্ত করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনার সত্যতা স্বীকার করেছে। এক বিবৃতিতে এফবিআই বলেছে, এ ঘটনায় ওই যাত্রীকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি কেন এমন করেছেন, সেটি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাঝ আকাশে সেদিন ওই যাত্রী কী ধরনের খ্যাপাটে আচরণ করেছিলেন, তা এফবিআই বা আমেরিকান এয়ারলাইনস কেউই স্পষ্ট করেনি। তবে ওই ফ্লাইটের এক যাত্রীর সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কথা বলে। তিনি বলেন, এক যাত্রী আচমকা উড়োজাহাজের ককপিটে ঢোকার চেষ্টা করেন। একপর্যায়ে উড়োজাহাজের দরজাও খুলতে যান তিনি। এ সময় একজন ক্রু ওই ব্যক্তির মাথায় কফির পাত্র দিয়ে আঘাত করে তাঁকে নিবৃত্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *