মেটার বিপণন সম্মেলন কাল, অংশ নেওয়া যাবে অনলাইনে

মেটার মার্কেটিং সামিট মেটা
বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের জন্য বার্ষিক মার্কেটিং সামিট আয়োজন করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় অনলাইনে দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে। সম্মেলন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বর্তমানে ব্যবসা-বাণিজ্যের প্রবণতা ও প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করবেন মেটার বৈশ্বিক ও আঞ্চলিক কর্মকর্তারা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটা জানিয়েছে, এ বছরের মার্কেটিং সামিটের প্রতিপাদ্য হচ্ছে, ‘যেখানে বর্তমান মিলেছে ভবিষ্যতের সঙ্গে।’ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেবেন মেটার গ্লোবাল বিজনেস মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট মিশেল ক্লেইন এবং দক্ষিণ-পূর্ব ও ইমার্জিং মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট বেনজামিন জো। মেটাভার্সের ভবিষ্যৎ এবং ব্যবসার সুযোগ নিয়ে কথা বলবেন তাঁরা।
ভার্চ্যুয়াল এ সম্মেলনে ব্যবসার উন্নতির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি ডিজিটাল দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে মেটার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইমার্জিং মার্কেটসের পরিচালক জর্ডি ফরনিস বলেন, ‘চিন্তাভাবনা বিনিময় এবং সম্পর্ক গড়ে তোলার জন্য মেটার বার্ষিক সামিট একটি দারুণ সুযোগ। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায়ও এ সম্মেলন সবাইকে সাহায্য করবে। আমরা ব্যবসা-বাণিজ্যের প্রবণতা ও প্রযুক্তি নিয়ে আলোচনা করতে চাই, যা বিভিন্ন ব্যবসা ও কমিউনিটির বিকাশে সহায়তা করবে।’