মেক্সিকোর তরুণী সরিষাবাড়ীতে
প্রেমের টানে মেক্সিকো থেকে তরুণী জামালপুরের সরিষাবাড়ী এসে এক যুবককে বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামে ওই যুবকের বাড়িতে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ওই যুবকের নাম রবিউল হাসান (২৯)। আর ওই তরুণীর নাম গ্লাডিস নেইলি টরিবিও মোরালেস (৩২)। উপজেলার পোগলদিঘা গ্রামের কৃষক নজরুল ইসলামের ছেলে রবিউল।
নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের পরিচয় থেকে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানে নেইলি শেষ পর্যন্ত বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্রামে চলে আসেন রবিউলের বাড়িতে।
রবিউলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকাল সোয়া আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গ্লাডিস নেইলি। এ সময় রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে তাঁরা ঢাকা জজকোর্টে গিয়ে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরিষাবাড়ী পোগলদিঘা গ্রামে যান। গতকাল বিকেলে গ্রামের বাড়িতেই রবিউল-নেইলির বিয়ে সম্পন্ন হয়।