মুঠোফোনে কথা বলছিলেন মা, ছেলে মারা গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
রাজধানীর কদমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন হাওলাদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে জুরাইন মেডিকেল রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ইয়াছিন একটি কারখানায় কাজ করত।
রাত সোয়া ১০টার দিকে ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ইয়াছিনের মা নাদিয়া আক্তার সাংবাদিকদের বলেন, বোনের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এ সময় ঘরের মধ্যে ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে এখানে আনা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।